English Version
আপডেট : ১৩ মার্চ, ২০১৬ ১৪:০৬

অর্থ হ্যাকিংয়ের ঘটনায় অসন্তোষ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
অর্থ হ্যাকিংয়ের ঘটনায় অসন্তোষ: অর্থমন্ত্রী

কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা হ্যাকিংয়ের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

ভারতীয় হাইকমিশনের সঙ্গে রোববার দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তারা যেভাবে ব্যবস্থা নিয়েছে সেটা অদক্ষতার পরিচয় বহন করে। পাশাপাশি বলেন, এ বিষয়টি নিয়ে আমি বিকেলে অথবা কালকে (সোমবার) গণমাধ্যমে বিবৃতি দেব। তবে এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করব বলে জানান তিনি

বিস্তারিত ......