English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৬ ১১:৪০

ভারত গেলেন গভর্নর

অনলাইন ডেস্ক
ভারত গেলেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের প্রায় ৮শ কোটি টাকা হাওয়া হয়ে গেছে। এর মধ্যে আন্তর্জাতিক জুয়ারু চক্র ৬শ কোটি টাকা খরচ করেছে ফিলিপাইনের কয়েকটি জুয়ার আসরে। সেখান থেকে এই টাকা ফেরত পাওয়া নিয়ে যখন সংশয়, ঠিক সেই মুহূর্তে ভারতে গেলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বৃহস্পতিবার তিনি ভারতের উদ্দেশে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আ ফ ম আসাদুজ্জামান জানান, আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ এর প্রোগ্রামে অংশগ্রহণ করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ভারতে গেছেন। আগামী ১৪ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০১ মিলিয়ন ডলার পরিমাণ অর্থ চুরি করে চীনা হ্যাকারদের একটি গ্রুপ। তবে হ্যাকাররা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ থেকে প্রায় ৯৫০ মিলিয়ন বা ৯৫ কোটি ডলার চুরির চেষ্টা করেছিল।