English Version
আপডেট : ১০ মার্চ, ২০১৬ ১৫:০৩

বিটিঅারসি’র আয় করেছে ৩৯ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
বিটিঅারসি’র আয় করেছে ৩৯ হাজার কোটি টাকা

প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সর্বোচ্চ ৩৮ হাজার ৮৮৮ কোটি ২৪ লাখ টাকা কর বর্হিভূত রাজস্ব আয় করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কর বর্হিভূত আয়ের হিসেবে এটা অন্য প্রতিষ্ঠানের তুলনায় সর্বোচ্চ বলে দাবি করছে সংস্থাটি।

বিটিআরসি বলছে, সুষম বাজার প্রতিযোগিতা ও বিনিয়োগ অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আয় প্রতিবছর আয় বাড়ছে। বিটিআরসি’র বার্ষিক প্রতিবেদনে (২০১৪-২০১৫) দেখা যায়, ২০০১-২০০২ থেকে ২০১৪-২০১৫ অর্থবছরে মোট রাজস্ব আয় হয়েছে ৩৮ হাজার ৮৮৮ কোটি ২৪ লাখ টাকা। মোট ১৪টি অর্থবছরের মধ্যে দু’বার ছাড়া সব বছরেই লক্ষ্যমাত্রার থেকে বেশি আয় করেছে বিটিআরসি।

৩৮ হাজার ১১৬ কোটি চার লাখ টাকা লক্ষ্যমাত্রা থাকলেও মোট আয় করেছে ৩৮ হাজার ৮৮৮ কোটি ২৪ লাখ টাকা। তবে সর্বশেষ ২০১৪-২০১৫ অর্থবছরে সাত হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা থাকলেও অর্জিত হয়েছে চার হাজার ২১৯ কোটি ১৯ লাখ টাকা। আর শুরুতে ২০০১-২০০২ অর্থবছরে লক্ষ্যমাত্রা চার কোটি ২৬ লাখ হলেও অর্জিত হয়েছে তিন কোটি ৪৫ লাখ টাকা।