English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৩:২০

রফতানি আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
রফতানি আয় বেড়েছে

চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশে রফতানি আয় বেড়েছে ১৮১ কোটি ২০ লাখ মার্কিন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিক হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

প্রথম এই আট মাসে আয় হয়েছে ২ হাজার ২১২ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৮.৯২ শতাংশ বেশি। ২০১৪-১৫ অর্থবছরে রফতানি আয় ছিল ২ হাজার ৩১ কোটি ১৭ লাখ মার্কিন ডলার।

এদিকে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রফতানি আয় হয়েছে ২৮৫ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৪ কোটি মার্কিন ডলার বা ১৩.৬০ শতাংশ বেশি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে আয় ছিল ২৫১ কোটি মার্কিন ডলার।

পরিসংখ্যান মতে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১৬১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সেখানে আয় হয়েছে ২ হাজার ২১২ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৫১ কোটি মার্কিন ডলার বা ২.৩৫ শতাংশ বেশি আয় হয়েছে।

ইপিবির তথ্যানুযায়ী, মোট পণ্য রফতানির ৮১.৯৩ শতাংশ আয় হয়েছে তৈরি পোশাক খাত থেকে, যার মোট মূল্য ১ হাজার ৮১২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার। এর মধ্যে নিট পোশাক থেকে এসেছে ৮৬৪ কোটি এবং ওভেন পোশাক থেকে এসেছে ৯৪৮ কোটি মার্কিন ডলার। আর পোশাক খাতের এই মোট আয় গত অর্থবছরের একই সময়ে অর্জিত ১ হাজার ৬৫৫ কোটি মার্কিন ডলারের চেয়ে ৯.৪৭ শতাংশ বেশি।