English Version
আপডেট : ৮ মার্চ, ২০১৬ ১৩:০২

হ্যাক হওয়া অর্থ ফিরে পেতে ফিলিপাইনে মামলা

নিজস্ব প্রতিবেদক
হ্যাক হওয়া অর্থ ফিরে পেতে ফিলিপাইনে মামলা

ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে হ্যাক হওয়া অর্থ ফিরিয়ে আনতে ফিলিপাইনের আদালতে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে প্রায় ৮০০ কোটি ডলার হাতিয়ে নেয় চীনা হ্যাকাররা। এ অর্থ শ্রীলঙ্কা ও ফিলিপাইনে স্থানান্তর করে সংঘবদ্ধ হ্যাকাররা। শ্রীলঙ্কা থেকে অর্থ ফিরিয়ে আনা সম্ভব হলেও ফিলিপাইনে পাচার হওয়া প্রায় ৬০০ কোটি টাকা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এ অর্থ ফিরিয়ে আনতে ফিলিপাইনের আদালতে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এ এফ এম আসাদুজ্জামান বলেন, শ্রীলঙ্কায় পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হয়েছে। আর ফিলিপাইনের অর্থ আদায়ে তাদের মানি লন্ডারিং বিভাগের সাথে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। মামলা নিষ্পত্তি হওয়ার সঙ্গে সঙ্গে অর্থ ফিরিয়ে আনা হবে।