English Version
আপডেট : ৭ মার্চ, ২০১৬ ১৪:৩৫

জনবল নিয়োগ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

নিজস্ব প্রতিবেদক
জনবল নিয়োগ করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

লোকসান কমিয়ে আনার পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দৈনন্দিন কাজে গতি বাড়াতে প্রস্তাবিত নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হবে অগ্রাধিকার ভিত্তিতে।

নতুন খসড়া জনবল কাঠামোয় প্রায় ১ হাজার ১৭৫ জন নতুন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ প্রকিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।

জানা যায়, বর্তমান অর্গানোগ্রামে জনবল রয়েছে ৩ হাজার ৪০০ জন। তবে নতুন অর্গানোগ্রামে তা বাড়িয়ে ৪ হাজার ৫৭৫ জন করা হবে। অন্যদিকে উপ-মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিছু পদ বিলুপ্ত করার বিষয় উল্লেখ রয়েছে প্রস্তাবিত নতুন কাঠামোতে। একই সঙ্গে চিফ কমার্শিয়াল অফিসার ও চিফ ফিন্যান্স অফিসারের মতো নতুন কিছু পদও সংযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

বিমান সংশ্লিষ্টদের মতে, নতুন কাঠামো বাস্তবায়নের পর বিমানে নতুন গতি পাবে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, কাজে গতি আনতে প্রস্তাবিত নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হবে অগ্রাধিকার ভিত্তিতে। গত ডিসেম্বরে বিমানের পরিচালনা পর্ষদ বিলুপ্ত হয়। তবে এর আগেই পর্ষদ সদস্যরা বিমানের নতুন অর্গানোগ্রামের সম্মতি দেন। পরিচালনা পর্ষদ পুনর্গঠন হলেই অর্গানোগ্রামের অনুমোদন দেয়া হবে।

এছাড়া প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে অর্গানোগ্রামে কর্মকর্তা-কর্মচারীদের চাকরিবিধিও সংযুক্ত করা হচ্ছে।