English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৫:৫০

মোবাইল ব্যাংকিং মাধ্যমে ভ্যাট পরিশোধের ব্যবস্থা চান গভর্ণর

নিজস্ব প্রতিবেদক
মোবাইল ব্যাংকিং মাধ্যমে ভ্যাট পরিশোধের ব্যবস্থা চান গভর্ণর

অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধের ব্যবস্থা চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

আজ বুধবার কাকরাইল আইডিইবি ভবনে ’ভ্যাট ই-পেমেন্ট, ইনটিগ্রেশন ইউথ আইবিএএস অ্যান্ড আদার কমার্শিয়াল ব্যাংক’ শীর্ষক সেমিনারে এমন আগ্রহের কথা জানান তিনি।

ড. আতিউর রহমান বলেন, বর্তমানে ৩ কোটির বেশি গ্রাহক মোবাইল ব্যাংকিং সেবা নিচ্ছে। তাই অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভ্যাট পরিশোধ করার সুয়োগ থাকলে এর প্রসার আরও বাড়বে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভ্যাট আদায়ের বিষয়টি বিবেচনায় রাখতে পারে এনবিআর।

তিনি বলেন, অনলাইন ভ্যাটে করদাতা নিজেই তাদের অধিকাংশ কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে পারবেন। ফলে হয়রানি বন্ধের পাশাপাশি ভ্যাট পরিশোধ ব্যবস্থা আরও সহজ এবং স্বচ্ছ হবে। এই উদ্যোগের বাস্তবায়ন হলে ভ্যাট আরহরনের পরিমাণও বাড়বে।

গভর্নর বলেন, অনলাইনে ভ্যাট পরিশোধ ব্যবস্থা চালু হলে প্রথম বছরেই ভ্যাটের অবদান ৩.৭ শতাংশ থেকে বেড়ে ৪.৭ শতাংশ হবে।

সরকারি হিসাব নিয়ন্ত্রক কার্যালয়, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক একযোগে একে অপরের সহযোগিতায় অনলাইন ভ্যাট সেবায় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সর্বোত্তম মানে উন্নীত করা সম্ভব বলেও মন্তব্য করেন গভর্নর।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম. আসলাম আলম প্রমুখ।