English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৩:৫১

এসিডি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে

নিজস্ব প্রতিবেদক
এসিডি অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে

এশিয়ান কো-অপারেশন ডায়ালগ (এসিডি) ২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে থাইল্যান্ডে। আগামী ৮-১০ মার্চ অনুষ্ঠিতব্য এ আঞ্চলিক ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অংশ নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশসহ এশিয়ান কো-অপারেশন ডায়ালগের প্রতিষ্ঠাতা সদস্য ছিল ১৮টি। বর্তমানে ৩৩টি দেশের এ সংগঠনের প্রথম ডায়ালগ অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালে।

এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্যমুক্ত এশিয়া গড়ে তোলা এ সংগঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য। সেই সঙ্গে নিজেদের মধ্যে শিক্ষাবিষয়ক কার্যক্রম বিনিময়ের মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা। এ ছাড়া এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করাও এ সংগঠনের অন্যতম লক্ষ্য।

পৃথিবীর অন্যান্য অঞ্চলের আন্তঃদেশীয় সংগঠনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এশিয়া অঞ্চলের সম্পর্ক গড়ে তোলা এবং পারস্পরিকভাবে ইতিবাচক কার্যক্রমে অংশগ্রহণ। মন্ত্রী পর্যায়ের এ ডায়ালগ প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে।