English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৭:১৬

দেশ থেকে ৮০০ কোটি টাকা চুরি করেছে ফিলিপাইন হ্যাকাররা

নিজস্ব প্রতিবেদক
দেশ থেকে ৮০০ কোটি টাকা চুরি করেছে ফিলিপাইন হ্যাকাররা
ফিলিপাইনের বেশ কিছু ক্যাসিনোর মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় ৮০০ কোটি টাকা (১০ কোটি ডলার) চুরি করেছে ফিলিপাইনের হ্যাকাররা।
 
সম্প্রতি 'বিজনেস ইনকোয়ারি ডট নেট' তাদের এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। দেশটির সরকার তাদের মুদ্রা বাজারে এই পরিমাণে বাড়তি অর্থ পাওয়ার পর এক অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি জানতে পারে। ফিলিপাইনের সরকার জানায়, এই অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়ার পুনরায় যেই দেশের টাকা, সেই দেশে পাঠানোর ব্যবস্থাগ্রহণ করবে তারা।
 
দেশটির অর্থবিভাগ জানিয়েছে, এই হ্যাকিংয়ে জড়িত রয়েছে বেশ কয়েকটি (ফিলিপাইনের) ব্যাংক। হ্যাকাররা বড় তিনটি ক্যাসিনো ব্যবহার করে প্রায় ৭৮৫ কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা এই ব্যাকগুলোকে দিয়ে দেয়। এই ঘটনা প্রকাশ পাওয়ার কিছুদিন আগেই সম্প্রতি বাংলাদেশের কয়েকটি ব্যাংকের এটিম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
 
এ ঘটনায় জড়িত অভিযোগে মূল হোতা জার্মান নাগরিক থমাস পিটারসহ সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের তিন কর্মকর্তাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বিজনেস ইনকোয়ারি ডট নেট।