English Version
আপডেট : ১ মার্চ, ২০১৬ ১৩:১৯

সিএপিএম ফাইন্যান্স কোম্পানির উদ্বোধন

অনলাইন ডেস্ক
সিএপিএম ফাইন্যান্স কোম্পানির উদ্বোধন
নতুন আর্থিক প্রতিষ্ঠান সিএপিএম ভেঞ্চার অ্যান্ড ফাইন্যান্সের উদ্বোধন করা হয়েছে গত সোমবার। এ নিয়ে দেশে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়াল ৩৩টি। গত জুলাইতে এটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছিল।
নতুন এ কোম্পানির পরিশোধিত মূলধন ধরা হয়েছে ১০৫ কোটি টাকা। এর মধ্যে ৫৬ শতাংশ আইসিবি, সাধারণ বীমা করপোরেশনসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের।
 
গতকাল রাজধানীতে হোটেল রেডিসনে আর্থিক প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।  এসময় কোম্পানির চেয়ারম্যান মাহমুদ হোসেন, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, প্রাইভেট ইক্যুইটি ফান্ড দেশি-বিদেশি ঋণের অর্থের চেয়ে একটি বিকল্প ও সহজলভ্য উৎস। ভেঞ্চার ক্যাপিটালকে কার্যকরভাবে তাদের মূলধন বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান, ফান্ড, ব্যাংক ও পারিবারিক উৎস থেকে সংগ্রহ করবে।