English Version
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৩৫

তদন্তের প্রয়োজনে বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

নিজস্ব প্রতিবেদক
তদন্তের প্রয়োজনে বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় করা মামলা তদন্তে প্রয়োজনে ব্যাংটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুরে রাজধানীর দুদকের প্রধান কার্যালয়ে মিডিয়া সেন্টারে মাসিক সংবাদ সম্মেলনে দুদক পরিচালক নূর আহম্মদ এ কথা জানান। এ সম্মেলনে দুদকের পরিচালক মো. বেলাল ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনে বাচ্চুর সম্পৃক্ততা মিললেও দুদকের অনুসন্ধানে কেন তার সম্পৃক্ততা পাওয়া যায়নি এমন প্রশ্নের জবাবে দুদকের এই পরিচালক বলেন, আমরা প্রাথমিকভাবে যে অনুসন্ধান করেছি তাতে বাচ্চুর সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাই এফআইআর তথা মামলা করার সময় বাচ্চুকে আসামি করা হয়নি।

তিনি বলেন, মামলা করা মানেই ওই অভিযোগের অনুসন্ধান কাজ শেষ না। মামলা করার পরও তদন্ত কাজ বাকি থাকে। আর এখনও মামলাগুলোর তদন্ত শেষ হয় নাই্। তদন্ত পর্যায়ে প্রয়োজন হলে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে অবশ্যই তলব করা হবে।

আসামিদের আটক ও দেশ ত্যাগের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ৩ আসামিকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের আটক প্রক্রিয়া অব্যাহতি রয়েছে। তবে যাদেরকে এখনও আটক করা সম্ভব হয়নি তাদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে তালিকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রায় দুই হাজার ২০০ কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় গত বছরের সেপ্টেম্বরের ২১, ২২ ও ২৩ তারিখে মোট ১৫৬ জনের বিরুদ্ধে ৫৬ মামলা করা হয়। তবে মামলায় আসামি করা হয়নি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ পরিচালনা পর্ষদকে।