English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১৩

এলইডি টিভির দাম কমিয়েছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক
এলইডি টিভির দাম কমিয়েছে ওয়ালটন

ওয়ালটন এলইডি টিভির বিক্রি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ কমেছে। এরই প্রেক্ষিতে ২৫ ফ্রেব্রুয়ারি থেকে সারাদেশে বিভিন্ন মডেলের এলইডি টিভির দাম কমিয়েছে ওয়ালটন। কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দাম কমানোর ফলে এখন ওয়ালটন ব্র্যান্ডের ১৯ ইঞ্চি এলইডি টিভির দাম হচ্ছে ১২ হাজার ১৫০ টাকায়। ২৪ ইঞ্চি এলইডি টিভির দাম ১৫ হাজার ৬০০ টাকা। এ ছাড়া দেশীয় ব্র্যান্ডটির ২৮ ও ৩২ ইঞ্চি এলইডি টিভি আগের চেয়ে আরও কম দামে যথাক্রমে ২১ হাজার ৫০০ ও ২৭ হাজার ৭০০ টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া ৮ হাজার ৭০০ টাকায় পাওয়া যাবে ওয়ালটনের ১৪ ইঞ্চি সিআরটি টিভি।

বর্তমানে সিআরটি, এলইডি ও এনড্রয়েড স্মার্ট টিভিসহ মোট ৭১টি মডেলের টেলিভিশন বিক্রয় করছে ওয়ালটন। এর মধ্যে রয়েছে ৩৯টি মডেলের এলইডি এবং তিনটি মডেলের (৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির) এনড্রয়েড স্মার্ট টিভি। এই টিভিগুলোতে রয়েছে ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট, এইচডিএমআই, ওয়াইপিবিআর, এভি, ইন্টারনেট ব্রাউজিং ও ডাউনলোড, ওয়াইফাই, ব্রডব্যান্ড কানেকশন, ইন্টারনেটে গেমস এবং ভিডিও ও ছবি দেখাসহ আরও অনেক সুবিধা।