English Version
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:১৯

৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব

নিজস্ব প্রতিবেদক
৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব

চলতি বছর ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

গতকাল আনসার ও ভিডিপি একাডেমি নারী উদ্যোক্তা সম্মেলন-২০১৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

সরকার এখন সাড়ে ৬ শতাংশ হারে জিডিপি অর্জন করছে বলে দাবি করে ড. আতিউর রহমান বলেন, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক গত অর্থবছরে কৃষি খাতে ১০০ কোটি টাকা ‍ঋণ বিতরণ করেছে। এছাড়া দুগ্ধ উৎপাদন ও প্রজনন খাতে ৫ শতাংশ সুদ হারে ১৫ কোটি টাকা ঋণ বিতরণ করেছে। এতে অনেকের ভাগ্য ফিরেছে।

এ সময় আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের মূলধন আরও বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

অনুষ্ঠানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম বলেন, বাংলাদেশের এক-তৃতীয়াংশ লোক দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছেন। এটা দূর করতে হলে ৮ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। বর্তমানে ৬০ লাখ আনসার সদ্যেসের মধ্যে দেড় লাখের ব্যাংক হিসাব রয়েছে। সবাইকে ব্যাংকিং সেবার আওতায় আনতে পারলে একদিন এ ব্যাংকটি গ্রামীণ ব্যাংকসহ আরও অনেককে ছাড়িয়ে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন পিএসসি, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলামসহ ব্যাংকেরর্ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তব্য অনুষ্ঠানের আগে হানুফা বেগম, পারভীন ইসলাম, সখিনা বেগমকে সফল নারী উদ্যোক্তার পুরস্কার দেওয়া হয়। এছাড়া এসএ গেমসে পুরস্কার জয়ী ক্রীড়াবিদদের সম্মাননা জানানো হয়।