English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৫৮

চার যুগ্ম কমিশনারের দফতর বদল

অনলাইন ডেস্ক
 চার যুগ্ম কমিশনারের দফতর বদল

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস কর ক্যাডারের চার যুগ্ম কমিশনারের দফতর বদল করা হয়েছে। এনবিআর’র দ্বিতীয় সচিব (কর প্রশাসন-২) সেলিনা খাতুন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সোমবার সকালে জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর অঞ্চল-১ এর বিভাগীয় প্রতিনিধি মো. আবুল বাশার বিসিএস কর একাডেমির যুগ্ম পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) যুগ্ম কমিশনার মো. শাহ আলী পরিদর্শী রেঞ্জ-৩, কর অঞ্চল-১১ বদলি করা হয়েছে। আর পরিদর্শী রেঞ্জ-৩, কর অঞ্চল-১১ এর যুগ্ম কমিশনার মো. মাসুদুর রহমান মাসুদকে পরিদর্শী রেঞ্জ-৩, কর অঞ্চল নারায়ণগঞ্জে বদলি করা হয়েছে।

এ ছাড়া পরিদর্শী রেঞ্জ-৩, কর অঞ্চল নারায়ণগঞ্জ ও বিসিএস কর একাডেমির (সংযুক্তি) মো. জেহাদ উদ্দিনকে বৃহৎ করদাতা ইউনিটে (এলটিইউ) বদলি করা হয়েছে।