English Version
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ১৩:১৪

বুথ জালিয়াতির ঘটনায় সিটি ব্যাংকের ৩ কর্মকর্তাসহ বিদেশি অাটক

নিজস্ব প্রতিবেদক
বুথ জালিয়াতির ঘটনায় সিটি ব্যাংকের ৩ কর্মকর্তাসহ বিদেশি অাটক

এটিএম বুথ জালিয়াতিতে জড়িত থাকার সন্দেহে সিটি ব্যাংকের ৩ কর্মকর্তাকে অাটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। পাশাপাশি এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ড ক্লোন করে অর্থ তুলে নেওয়ার ঘটনায় এক বিদেশি নাগরিকে আটক করেছে।

সিটি ব্যাংকের তিন কর্মকর্তা হলো- মোকসেদ আলম, বেজাউল করিম ও রেফাজ আহমেদ। তারা ব্যাংকের আইটি বিভাগের কর্মকর্তা। আটক বিদেশির নাম থমাস পিটার। তিনি পোল্যান্ডের নাগরিক। রাজধানীর গুলশান থেকে গতকাল রোববার রাতে তাকে আটক করা হয়।

সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান,  স্কিমিং ডিভাইসের সাহায্যে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি ও কার্ড ক্লোনিংয়ে জড়িত থাকা অভিযোগে এক বিদেশিকে আটক করা হয়েছে। এছাড়া এই জালিয়াতিতে জড়িত থাকার সন্দেহে সিটি ব্যাংকের ৩ কর্মকর্তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকার বনানীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) একটি বুথের এটিএমে স্কিমিং ডিভাইস বসানোর সময় ক্যামেরায় ধরা পড়ে এক বিদেশি নাগরিক। ক্লোজড সার্কিট ক্যামেরা পাওয়া ছবির ভিত্তিতে ওই বিদেশিকে আটক করা হয়েছে।