English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৪:৩৪

বাংলাদেশ-মিয়ানমার মধ্যে রেল স্থাপনে ঋণ দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ-মিয়ানমার মধ্যে রেল স্থাপনে ঋণ দেবে এডিবি
ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে রেল যোগাযোগ স্থাপনে জন্য ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এই ঋণের পরিমান  হবে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার। এ রেললাইন বাংলাদেশের কক্সবাজারের সঙ্গে মিয়ানমারকে সংযুক্ত করবে।
 
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১১ সালে এই কাজটির উদ্বোধন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু তহবিলের অভাবে কাজটি আটকে ছিল।
 
বাংলাদেশের অর্থনৈতিক বিভাগ (ইআরডি) এর যুগ্ম সচিব সাইফুদ্দিন আহমেদ বলেছেন, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বাংলাদেশকে অগ্রাধিকার দিয়েছে এডিবি। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের রেলপথ স্থাপিত হলে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরের মাধ্যমে প্রভূত অর্থনৈতিক উন্নয়ন হবে বলে জানান তিনি। ঘুমঘুম সীমান্ত দিয়ে বাংলাদেশ-মিয়ানমারকে সংযুক্ত করা এই রেললাইনের দৈর্ঘ্য হবে ১০০ কিলোমিটার।
 
সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, এডিবির সঙ্গে এই প্রকল্প নিয়ে আমাদের দুইবার বৈঠক হয়েছে। এডিবি দুই শতাংশ হারে ১.৫ বিলিয়ন মার্কিন ঋণ দিতে রাজি হয়েছে।
 
বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে সীমান্তের দৈর্ঘ্য ৩০০ কিলোমিটার। ভবিষ্যতে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে বলে প্রত্যাশা বাংলাদেশের।