English Version
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:২৯

জিএসপি সুবিধা দেয়া উচিত: গ্রেস মেঙ্গ

অনলাইন ডেস্ক
জিএসপি সুবিধা দেয়া উচিত: গ্রেস মেঙ্গ

বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন মার্কিন কংগ্রেস নেত্রী গ্রেস মেঙ্গ। 

বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল গত বৃহস্পতিবার গ্রেস মেঙ্গের সঙ্গে সাক্ষাৎ সময়ে এ কথা বলেন তিনি।

এসময়ে প্রতিনিধিদলের কাছে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দেন যুক্তরাষ্ট্রের এ সদস্ গ্রেস মেঙ্গ। পাশাপাশি বলেন, বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা স্থগিত করার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে না।

ক্যাপিটাল হিলে গত সপ্তাহে মার্কিন কংগ্রেস নেতারা বাংলাদেশের জিএসপি ইস্যু নিয়ে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে বাংলাদেশ বিষয়ক ককাসের প্রতিষ্ঠাতা ও কো-চেয়ার জো ক্রোলি উপস্থিত ছিলেন। আমি নিজেও ওই ককাসের সদস্য।

বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া বিষয়ে গ্রেস মেঙ্গের সহায়তা চেয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল। এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ বিষয়ক ককাসের সদস্য মেঙ্গ।

যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের সদস্য গ্রেস মেঙ্গের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া বাংলাদেশি প্রতিনিধি দলে আরও ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এবং কার্যনির্বাহী সদস্য শাহানারা রহমান।

গ্রেস মেঙ্গকে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’র ইংরেজি ভার্সনের একটি বই উপহার দেন প্রতিনিধি দলের সদস্যরা।