English Version
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:১৬

বাজার থেকে ২৮ লাখ গাড়ি প্রত্যাহার টয়োটার

নিজস্ব প্রতিবেদক
বাজার থেকে ২৮ লাখ গাড়ি প্রত্যাহার টয়োটার

জাপানী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশান পেছনের সারির সিটবেল্ট ত্রুটির কারণে তাদের তৈরি করা প্রায় ২৮ লাখ ফোর হুইল ড্রাইভ (৪*৪) গাড়ি বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। ত্রুটিটা হচ্ছে, দুর্ঘটনার সময় গাড়িগুলোর পেছনের সারির সিটবেল্ট ঠিক মত কাজ করে না।

বিশ্বের সর্ববৃহৎ এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বৃহস্পতিবার ইমেইলের মাধ্যমে জানিয়েছে, বেশ কিছু দুর্ঘটনায় তাদের গাড়িগুলোর ত্রুটি ধরা পড়েছে। দেখা গেছে, দুর্ঘটনার সময় এই সিটবেল্টগুলো যাত্রীকে বেঁধে রাখতে ব্যর্থ হয় এবং ছিঁড়ে যায়। যে কারণে তারা গাড়িগুলোতে আরও যুগোপযোগী সিটবেল্ট বসিয়ে মেরামত করে দেওয়ার ঘোষণা দিয়েছে।

টয়োটা কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ১০ লাখ ৩৩ হাজার, ইউরোপের ৬ লাখ ২৫ হাজার, চীনের ৪ লাখ ৩৪ হাজার এবং জাপানের ১ লাখ ৭৭ হাজার গাড়ির গ্রাহক এই সিটবেল্ট সুবিধা গ্রহণ করতে পারবে।

উল্লেখ্য, চলন্ত গাড়ির সক্রিয় নিরাপত্তা ও পরোক্ষ নিরাপত্তার গবেষণায় টয়োটাসহ বিশ্বের অনেক নামীদামি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানের তৈরি গাড়ির পেছনের সারির লেপ-শোল্ডার সিটবেল্টের অকার্যকারীতা ধরা পড়ে। দুর্ঘটনায় সম্ভাব্য ক্ষতিকে কমাতে এই সিটবেল্ট মেরামতের বিষয়টি প্রাধান্য দেয় প্রতিষ্ঠানটি।