English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৩১

ই-গভর্ন্যান্স চালু নিশ্চিত করা সম্ভব হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
 ই-গভর্ন্যান্স চালু নিশ্চিত করা সম্ভব হচ্ছে না

সব মন্ত্রণালয়ের সামর্থ্য নেই বলেই ই-গভর্ন্যান্স চালু নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে লাইব্রেরি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) আয়োজিত ‘ই-রিসোর্স ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে সারা বিশ্বে ই-রিসোর্স জনপ্রিয় একটা বিষয়। অনেক দেশে ই-মেইলের মাধ্যমে কাজ করতে পারলেও আমাদের দেশে হুকুম কায়েম করতে পারছি না। কিছু মন্ত্রণালয়ের সামর্থ্য আছে। কিন্তু অন্যদের জন্য এটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। একই কারণে ই-গভর্ন্যান্স চালু নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, আমাদের দেশে কম্পিউটারের ধারণা চালু হয়েছে ৯০ দশকে। এরপর আস্তে আস্তে জনপ্রিয় হওয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন। মূলত এরপর থেকে তথ্য প্রযুক্তি খাতের উন্নতি সাধন হচ্ছে। একটা সময় প্রিন্ট বইয়ের কদর কমে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের ই-রিসোর্সের বিষয়ে আরো দক্ষ হতে হবে। যাতে নতুন প্রজন্মের মানুষ উৎসাহিত হয়।

অনুষ্ঠানে ল্যাব এর মহাসচিব ড. মিজানুর রহমান বক্তব্য দেন। দিনব্যাপী সেমিনার ছাড়াও ল্যাবের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।