English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৯:৪৫

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৫২৮৪ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৫২৮৪  মিলিয়ন ডলার

দক্ষিণ এশিয়ার সাতটি দেশের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি রয়েছে বলে সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ ঘাটতির পরিমাণ মোট ৫ হাজার ২৮৪ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার।

জাতীয় সংসদের নবম অধিবেমনে গতকাল মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত জাতীয় সমাজতান্ত্রিক দলের সদস্য একেএম রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী আরো জানান, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৪২৩ দশমিক ৮৩ মিলিয়ন মার্কিন ডলার, ভুটানের সঙ্গে ঘাটতি ২৩ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার এবং শ্রীলঙ্কার সঙ্গে ২০ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে।

তবে দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি নেই। কয়েকটি দেশের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্তও রয়েছে। নেপালের সঙ্গে সবচেয়ে বেশি উদ্বৃত্ত। নেপালে বাংলাদেশ রফতানি করে ২৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। আর নেপাল থেকে বাংলাদেশ আমদানি করে ১১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে ১৩ দশমিক ৫৫ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ‘আফগানিস্তান ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে।

তোফায়েল আহমেদ আরো জানান, মালদ্বীপ থেকে বাংলাদেশ আমদানি করে ১ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার এবং দেশটিতে রফতানি করে ৫ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। বাণিজ্য উদ্বৃত্ত হচ্ছে ৪ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলার। তিনি বলেন, আফগানিস্তানে বাংলাদেশ রফতানি করে ৪ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। আর আফগানিস্তান থেকে বাংলাদেশ আমদানি করে ১ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত রয়েছে ৩ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।