English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:০৪

জালিয়াতি রোধে বুথে এন্টি স্কিমিং ডিভাইস স্থাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
জালিয়াতি রোধে বুথে এন্টি স্কিমিং ডিভাইস স্থাপনের নির্দেশ

জালিয়াতি রোধে আগামী এক মাসের মধ্যে তফসিলি ব্যাংকগুলোর এটিএম বুথে এন্টি স্কিমিং ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।  কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ সোমবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছেন।

  কেন্দ্রীয় ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটিএম বুথগুলোতে জালিয়াতি রোধে সকল তফসিলি ব্যাংকের বুথগুলোতে এন্টি স্কিমিং ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।’

সার্কুলারে উল্লেখ রয়েছে, এটিএমে লেনদেন নিরাপদ ও ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি কয়েকটি এটিএম বুথে কার্ড স্কিমিং ও পিন ক্যাপচার ডিভাইস স্থাপন করে গ্রাহকের কার্ডের তথ্য ও পিন নম্বর সংগ্রহ করে জালিয়াতি করে টাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে বুথগুলোতে এন্টি স্কিমিং ডিভাইস স্থাপনের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।