English Version
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৪৮

আন্তর্জাতিক পাওয়ার ও বিল্ডিং কনস্ট্রাকশন এক্সপো শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক পাওয়ার ও বিল্ডিং কনস্ট্রাকশন এক্সপো শুরু বৃহস্পতিবার

ঢাকায় তিন দিনব্যাপী ‘আন্তর্জাতিক পাওয়ার ও বিল্ডিংকনস্ট্রাকশন এক্সপো’ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

সোমবার রাজধানীর এক হোটেলে প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান ‘কাইটস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক এম আকতার ঝর্ণা সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

এম আকতার ঝর্ণা বলেন, নির্মাণ প্রযুক্তি ও বিদ্যুৎ-জ্বালানি খাতের নতুন পণ্য আবিষ্কার ও তার সাথে পরিচয় করিয়ে দিতে এ এক্সপোর আয়োজন করা হয়েছে। এ ছাড়া নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি করা এ প্রদর্শনীর অন্যতম লক্ষ্য। বাংলাদেশসহ প্রায় ৭টি দেশের ৯০টি কোম্পানি এক্সপোতে অংশগ্রহণ করবে। কোম্পানিগুলো নির্মাণ খাতের বিভিন্ন ধরনের সর্বাধুনিক প্রযুক্তি, পণ্যসামগ্রী ও সেবা প্রদর্শন করবে।

তিনি জানান, পাওয়ারএক্স প্রদর্শনীতে লাইটিং, ইলেকট্রিক, জেনারেটর, সোলার পণ্য, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ইত্যাদি পণ্য দেখানো হবে। যার মাধ্যমে বিকল্প জ্বালানি উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাইটস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের পরিচালক সাইদুর রহমান, ভারতের প্রতিনিধি অরুন ম্যাক প্রমুখ।