English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫৯

প্রাণিসম্পদ বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রাণিসম্পদ বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রাণিসম্পদ বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এর মাধ্যমে দারিদ্র্য নিরসন সম্ভব হবে। পৃথিবীতে ১৪ থেকে ১৫ শতাংশ মানুষ এখনো দরিদ্র। প্রতি ৯ জনে একজন না খেয়ে ঘুমাতে যান। এ পরিস্থিতি উন্নয়নে প্রাণিসম্পদ খাতের উন্নয়নের বিকল্প নেই।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও প্রাণিসম্পদের উন্নয়ন শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, এই খাত থেকে আমরা খাদ্যে পুষ্টি রপ্তানি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। ২০৩০ সালের আগে দেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব। প্রাণিসম্পদ খাত আমরা সেভাবে মূল্যায়ন করতে পারিনি। বড় এবং ছোট কোনো খামারিকেই করের আওতায় নিয়ে আসা উচিত নয়।

এসময়ে আলোচক ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. কাজী আবদুস সাত্তার, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি কো-অর্ডিনেশন কাউন্সিলের সভাপতি মসিউর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একে এম ফজলুল হক ভূঁইয়া প্রমুখ।