English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৪৬

১২০টি এলএইচবি কোচ পাঠাবে ভারত

নিজস্ব প্রতিবেদক
১২০টি এলএইচবি কোচ পাঠাবে ভারত

ভারত থেকে ১২০টি অত্যাধুনিক লিংকে হফম্যান বুশ (এলএইচবি) কোচ আমদানি করবে বাংলাদেশ রেলওয়ে। এতে ব্যয় হয়েছে ৪২৬ কোটি টাকা। বাংলাদেশের সঙ্গে সম্প্রতি এলএইচবি কোচের রপ্তানি চুক্তি করেছে ভারত রেলওয়ে।সূত্র- টাইমস অব ইন্ডিয়ার।

ভারত রেল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বাংলাদেশের সঙ্গে এলএইচবি কোচ রপ্তানি চুক্তি অনুযায়ী ১৭টি প্রথম শ্রেণি এসি কোচ, ১৭টি এসি চেয়ার কোচ, মালগাড়িসহ ৩৪টি নন-এসি চেয়ার কোচ, প্রার্থনা কক্ষসহ ৩৩টি নন-এসি চেয়ার কোচ ও ১৯টি পাওয়া কার কোচ রপ্তানি করবে ভারত।

তিনি জানান, আগামী মাসের শেষ নাগাদ চুক্তির প্রথম চালানে ৪০টি এলএইচবি কোচ বাংলাদেশে আসবে। আগামী এক বছরের মধ্যে চুক্তি অনুযায়ী বাকি কোচগুলো বাংলাদেশে পাঠানো হবে। ২০১৭ সালের মার্চের মধ্যেই সব কোচ পাঠানো সম্ভব হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার উভয় দেশের মধ্যে নতুন রেলসংযোগ প্রকল্পের জন্য তহবিল বরাদ্দ দেয় ভারত। এরপরই ভারতের পক্ষ থেকে রেলকোচের প্রথম চালান ছাড়ের তথ্য জানানো হয়।