English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫০

চাকরির দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান প্রত্যাশীদের

নিজস্ব প্রতিবেদক
চাকরির দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান প্রত্যাশীদের

রাষ্ট্রায়ত্ত্ব সোনালী, জনতা ও রূপালী ব্যাংকে নিয়োগের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছে চাকরি প্রত্যাশীরা। তাদের দাবি, ব্যাংকার্স সিলেকশন কমিটি গঠন করে তাদের বঞ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে কয়েকশত চাকরি প্রত্যাশী অবস্থান নেন।

আন্দোলন কারীরা বলেন, অামরা সোনালী ব্যাংকের প্যানেলভুক্ত। কিন্তু অন্যায়ভাবে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমাদের নিয়োগের জন্য অর্থমন্ত্রণালয় থেকে শুরু করে সবাই সম্মতি দিয়েছে, শুধু গভর্নর বাধ সেধেঁছেন বলে জানান তারা।

এসময় সোনালী ব্যাংকে চাকরি চাই, নয়তো বিষ চাই, আমাদের চাকরির আবেদনের বয়স নেই, আমাদের বাঁচান- লেখা সম্বলিত একাধিক ব্যানার বহন করছিলেন চাকরি প্রত্যাশীরা।