English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:০৫

ফের বাড়লো সোনার দর

নিজস্ব প্রতিবেদক
ফের বাড়লো সোনার দর

ফের বাড়লো সোনার দর। ফলে সব ধরনের সোনার ভরিতে দর বাড়ল ১২২৪ টাকা। এ নতুন দর কার্যকর হবে আগামী শনিবার থেকে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সূত্র এ তথ্য জানিয়েছে।

গত বছরে অন্তত ৯ দফা সোনার দর ওঠানামা করেছিল। এর মধ্যে তিনবার দর বাড়ে। এরপর নতুন বছরের শুরুতে গত ১১ জানুয়ারি সোনর দর ভরিতে এক হাজার ২০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। দ্বিতীয় দফায় গত ৪ ফেব্রুয়ারি সোনার দর ভরিতে ১ হাজার ২২৫ টাকার মতো বাড়নো হয়। দুই দিন পর ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয় নতুন দর।