English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৫২
অর্থবছরের প্রথম ছয় মাসে

রাজস্ব আদায় ঘাটতি ৯ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
রাজস্ব আদায় ঘাটতি ৯ হাজার কোটি টাকা

চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় (জুলাই-ডিসেম্বর) মাসে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) রাজস্ব আদায় ঘাটতি ৯ হাজার ১৫ কোটি টাকা। বুধবার এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মুমেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

২০১৫-১৬ অর্থবছরের প্রথম ছয় (জুলাই-ডিসেম্বর) মাসে ৬৮ হাজার ৮৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। এ আলোচ্য সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৭ হাজার ৯৮ কোটি টাকা। অর্থাৎ ৬ মাসে রাজস্ব ঘাটতি ৯ হাজার ১৫ কোটি টাকা। এরআগে জুলাই-নভেম্বর পর্যন্ত (৫ মাসে) ৬২ হাজার ৭১৫ কোটি ৬০ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয় ৫৪ হাজার ৪০৭ কোটি ৬৯ লাখ টাকা। পাঁচ মাসে ঘাটতি ছিল ৮ হাজার ৩০৭ কোটি ৯১ লাখ টাকা। প্রথম পাঁচ মাসে প্রবৃদ্ধি হয় ১৪ শতাংশ।

চলতি বছরের প্রথম ছয় মাসে রাজস্ব আদায় হয়েছে ৬৮ হাজার ৮৩ কোটি টাকা। আবার ২০১৪-১৫ অর্থবছরে একই সময়ে আদায় হয় ৫৯ হাজার ৯৪ কোটি ৯৪ লাখ টাকা। ছয় মাসে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫.২১ শতাংশ।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, আমরা রাষ্ট্রের রাজস্ব ভান্ডারকে সুসংহত করার লক্ষ্যে ২০১৫-২০১৬ অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করার দৃঢ় প্রত্যয়ে সব অংশীজনদের সহযোগিতায় কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য চলতি ২০১৫-১৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। এর মধ্যে আয়করে ৬৫ হাজার ৯৩২ কোটি, ভ্যাটে থেকে ৬৩ হাজার ৯০২ কোটি ও শুল্কে ৪৬ হাজার ৫৩৬ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।