English Version
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ১২:৩৭

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ :বাড়াতে আগ্রহ ইইউ’

নিজস্ব প্রতিবেদক
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ :বাড়াতে আগ্রহ ইইউ’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে সফররত ইইউর পার্লামেন্ট সদস্য জ্যঁ ল্যাম্বার্টের নেতৃত্বে ১০ সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের নিয়ম, সুযোগ-সুবিধা এবং শুল্ক বিষয়ে বিস্তারিত জানার পর ইউরোপীয় ইউনিয়ন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

মন্ত্রী বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুবিধার্থে বাংলাদেশের অবস্থানরত ৮টি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূত এবং বিনিয়োগ ও বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি বিজনেস কাউন্সিল গঠন করা হবে। এতে বেসরকারি খাতের প্রতিনিধিদের রাখার বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এ কাউন্সিল বাংলাদেশে বিনিযোগ ও বাণিজ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরামর্শ ও উদ্যোগ গ্রহণ করবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করাতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। ইপিজেডসহ সব কারখানায় শ্রমিকদের অধিকার, নিরাপদ কাজের পরিবেশ ও উপযুক্ত মজুরি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী আরো জানান, ক্রেতাগোষ্ঠীর সংগঠন অ্যাকর্ড, অ্যালায়েন্স ও ন্যাশনাল ইনেশিয়েটিভ প্রায় তিন হাজার ৮০০ ফ্যাক্টরি পরিদর্শন করেছে। এদের মধ্যে ক্রুটিপূর্ণ ৩৭টি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৪২টি মধ্যে কিছু সমস্যা আছে, সেগুলো ক্রুটিমুক্ত করা হচ্ছে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ইইউর পার্লামেন্ট সদস্য জ্যঁ ল্যামবার্ট, রিচার্ড হাউইট, ইভান স্তেফান্স, ড. সাজ্জাদ করিম এবং ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মেউডন প্রমুখ উপস্থিত ছিলেন।