English Version
আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:০৭

৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেল: একনেক

নিজস্ব প্রতিবেদক
৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেল: একনেক

৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে ২ হাজার ৮৬৫ কোটি ৪ লাখ টাকা। এর মধ্যে সরকারী তহবিল থেকে ১ হাজার ৫৩৬ কোটি ৪৩ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৩২৮ কোটি ৬১ লাখ টাকা ব্যয় করা হবে।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপর্সাসন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

এসময়ে উপস্থিত ছিলেন- অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব তরিকুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা প্রমুখ।

একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৮১৫ কোটি ৯৫ লাখ টাকা। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় পাচঁপীর বাজার চিলমারী উপজেলা সদর দপ্তরের সাথে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্প, এর ব্যয় ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা।

জাতীয় প্রাণী সম্পদ ও পোল্ট্রি ব্যবস্থাপনা ইনস্টিটিউট এবং রোগ অনুসন্ধান গবেষণাগার স্থাপন প্রকল্প, এর ব্যয় ৪২ কোটি ৮০ লাখ টাকা। আন্ত:জেলা সীমান্ত সড়ক নির্মাণ: মযমনসিংহ ও নেত্রকোনা জেলা অংশ প্রকল্প, এর ব্যয় ৪৫৭ কোটি ৩০ লাখ টাকা। ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্রগ্রাম কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, এর ব্যয় ১০২ কোটি ৩৩ লাখ টাকা।

মোবারকপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প, এর ব্যয় ৮৭ কোটি ৪৬ লাখ টাকা। নরসিংদী বিসিক শিল্পনগরী সম্প্রসারণ প্রকল্প, এর ব্যয় ৭৬ কোটি ৮৫ লাখ টাকা। ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় মেঘনা নদীর ভাঙ্গন হতে পোল্ডার/৫৬/৫৭ রক্ষা প্রকল্প, এর ব্যয় ৫৫১ কোটি ৫০ লাখ টাকা।