English Version
আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৪৩

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সমস্যা রয়েছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সমস্যা রয়েছে: অর্থমন্ত্রী

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সমস্যা রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সোমবার সচিবালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) কর্তৃক সরকারি কোষাগারে প্রদত্ত ডিভিডেন্ড চেক গ্রহণকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সরকার বিভিন্ন সূত্রে বহু পয়সা আয় করে। কিন্তু সরকার মালিকানাধীন ব্যাংক যখন ডিভিডেন্ড দেয় সেটা একটু ব্যতিক্রম-ই মনে হয়। কারণ, আমাদের ব্যাংকগুলোর অবস্থা খুব ভালো নয়। বিশেষ করে বড় বড় ব্যাংকগুলোতে সমস্যা আছে। মূলধন ও প্রভিশন ঘাটতির কারণে ওইসব ব্যাংককে সরকারের পয়সা দিতে হয়। তবে এর মধ্যে জনতা ব্যাংকের রেকর্ডটা ভালো।’

কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি ব্যাংক আমরা রেখেছি কেন? বহু আগে বলা হতো— কিছু সরকারি প্রতিষ্ঠান থাকা দরকার আদর্শ প্রতিষ্ঠান হিসেবে। যাদের রীতিনীতি, কর্মকাণ্ড, দক্ষতা, নিয়ম-নীতি-বিধিমালা, প্রতিযোগিতামূলক মনোভাব ইত্যাদি অন্যরা অনুসরণ করবে। এ ধরনের স্বপ্ন যারা দেখেছিলেন, আমি তাদের একজন। কিন্তু এ উদ্দেশ্য ব্যর্থ হয়েছে।’

বিডিবিএল প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বিডিবিএল একটি ছোট্ট ব্যাংক হলেও যতগুলো সরকারি ব্যাংক আছে এদের মধ্যে তার রেকর্ডটা ভালো। এ ব্যাংকটি বর্তমান সরকারই প্রতিষ্ঠা করেছে বলা যেতে পারে। ‘বাংলাদেশ শিল্প ব্যাংক’ ও ‘বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা’ এ দুটো প্রতিষ্ঠানকে একীভূত করে বিডিবিএল স্থাপন করা হয়।’

অনুষ্ঠানে বিডিবিএল-এর ২০১৪ সালের পঞ্জিকা বছরের ডিভিডেন্ড বাবদ ১০ কোটি টাকার চেক অর্থমন্ত্রীর হাতে তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান মো. ইয়াছিন আলী এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জিল্লুর রহমান। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম আসলাম আলম এবং বিডিবিএল-এর পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।