English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:০৮

ঋণ প্রবাহ প্রবৃদ্ধি ১৪.১৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
ঋণ প্রবাহ প্রবৃদ্ধি ১৪.১৯ শতাংশ

বেসরকারি খাতে ঋণ প্রবাহে ২০১৫ সালের ডিসেম্বরে প্রবৃদ্ধি হয়েছে ১৪.১৯ শতাংশ। যা বিগত তিন বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়। 

বেসরকারি খাতের ঋণ প্রবাহের গতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, এখন ঋণ প্রবাহ বাড়ছে। আমরাও চাই এটা ১৫ শতাংশ হোক।  তিনি আরও  বলেন, ‘জানুয়ারির হিসাবটা আসুক। জানুয়ারিতেও বেসরকারি খাতের ঋণ প্রবাহের এধারা অব্যাহত থাকলে মুদ্রানীতিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নতুন করে দেয়া হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুয়ায়ী, চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের ষষ্ঠ মাস পর্যন্ত বেসরকারি খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২০ হাজার ৫০৬ কোটি ৯০ লাখ টাকা। যা ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত এ খাতে ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৪৩ হাজার ৪০৭ কোটি ২০ লাখ টাকা। এ হিসেবে এক বছরের ব্যবধানে গত ডিসেম্বরে ঋণের প্রবাহ বেড়েছে ১৪.১৯ শতাংশ। কিন্তু নভেম্বরেও তা ছিল ১৩.৭২ শতাংশ।

বেসরকারি বিনিয়োগে গতি না থাকায় ধারণা করা হচ্ছিল ডিসেম্বর শেষে তা ১৩.৮ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পার। এরই প্রেক্ষিতে গত জানুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে আনে কেন্দ্রীয় ব্যাংক। অর্থবছরের শুরুতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ১৫ শতাংশ প্রবৃদ্ধি আশা করা হলেও ছয় মাস পরে তা ১৪.৮ শতাংশ পর্যন্ত প্রাক্কলন করে বাংলাদেশ ব্যাংক। ঋণ প্রবাহে চাঙ্গাভাব আনতে নীতি সুদহারও কমিয়ে আনা হয়।