English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:৩৩

ইপিজেড অায় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
ইপিজেড অায় বেড়েছে

চলতি ২০১৫-২০১৬ অর্থবছরের প্রথমার্ধে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) অবস্থিত কারখানাগুলোর আয় বেড়েছে। 

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানিয়েছে, অর্থবছরের প্রথমার্ধে এ কারখানাগুলো পণ্য রপ্তানি করে ৩১৮ কোটি মার্কিন ডলার আয় করেছে। এ প্রবৃদ্ধিতে ভর করে আলোচ্য সময়ে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬০৮ কোটি ডলার। যা অাগের বছরের একই সময়ের তুলনায় ৭.৮৪ শতাংশ বেশি।

২০১৪-২০১৫ অর্থবছরে প্রথম ছয় মাসে দেশের রপ্তানি আয় ছিল ১ হাজার ৪৯১ কোটি মার্কিন ডলার। একই সময়ে ইপিজেড এলাকায় অবস্থিত কারখানাগুলোর আয় ছিল ২৯০ কোটি ডলার।

বেজা আরও জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথমার্ধে ৮ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার মধ্যে সবচেয়ে আয় করেছে চট্টগ্রাম ইপিজেড, ১২০ কোটি ডলার। ১০০ কোটি ডলার আয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ইপিজেড। বাকি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাগুলোর মধ্যে কর্ণফুলী ইপিজেড ৩৯ কোটি ডলার, আদমজী ইপজেড ২৫ কোটি ৭০ লাখ ডলার, কুমিল্লা ইপিজেড ১৪ কোটি ৫০ লাখ ডলার, মংলা ইপিজেড ৪ কোটি ৫৫ লাখ ৭০ হাজার ডলার, ঈশ্বরদী ইপিজেড ৫ কোটি ৫৪ লাখ ১০ হাজার ডলার ও উত্তরা ৮ কোটি ৭২ লাখ ২০ হাজার মার্কিন ডলার আয় করেছে।