English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:১১

ইসি’র সঙ্গে ইসলামী ব্যাংকের সমঝোতা স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
ইসি’র সঙ্গে ইসলামী ব্যাংকের সমঝোতা স্বাক্ষর

গ্রাহকের তথ্য-উপাত্ত যাচাইয়ের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ও ইসলামী ব্যাংক মধ্যে এক সমঝোতা স্বাক্ষর হয়েছে। নির্বাচন কমিশন কার্যালয়ে বৃহস্পতিবার এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার ও কমিশনের পরিচালক (অপারেশন্স) সৈয়দ মোহাম্মদ মুসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল জব্বার, এ এ এম হাবীবুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও কমিশনের পদস্থ কর্মকর্তারা।

এ চুক্তির ফলে ইসলামী ব্যাংক নির্বাচন কমিশনের ডাটাবেজের মাধ্যমে গ্রাহকের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করতে পারবে।