English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১১:৫৪

বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বৈদেশিক সহায়তার ক্ষেত্রে প্রতিশ্রুতি ও অর্থছাড়ের পরিমাণ বেড়েছে। অাগের একই সময় তুলনায় এ ছয় মাসে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি বেশি পেয়েছে ৪৬ কোটি ৩৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর এসময়ে অর্থছাড় বেশি হয়েছে ৯ কোটি ৮ লাখ মার্কিন ডলার।

এ ছয় মাসে বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি এসেছে ১৪৬ কোটি ৭০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১০০ কোটি ৩৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। অন্যদিকে, একই সময়ে অর্থছাড় হয়েছে ১৫৯ কোটি ২৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ১৫০ কোটি ১৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ হিসাব অনুযায়ী এসব তথ্য পাওয়া গেছে।

ইআরডি সূত্র জানায়, চলতি অর্থবছরের ছয় মাসে মোট প্রতিশ্রুত ১৪৬ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকার মধ্যে ঋণের পরিমাণ ছিল ১৩০ কোটি ৮২ লাখ ৪০ হাজার মার্কিণ ডলার। অনুদানের পরিমাণ ছিল ১৫ কোটি ৮৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। অন্যদিকে গত অর্থবছরের মোট প্রতিশ্রুতির মধ্যে ঋণের পরিমাণ ছিল ৮১ কোটি ২০ লাখ মার্কিণ ডলার। অনুদানের পরিমাণ ছিল ১৯ কোটি ১৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

চলতি অর্থবছরের ছয় মাসে উন্নয়ন সহযোগীদের ছাড় করা ১৫৯ কোটি ২৪ লাখ ১০ হাজার মার্কিন ডলারের মধ্যে ঋণের পরিমাণ ছিল ১৪৯ কোটি ৩৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। আর অনুদানের পরিমাণ ছিল ২৯ কোটি ৮৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে মোট ছাড় করা অর্থের মধ্যে ঋণের পরিমাণ ছিল ১২৭ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। আর অনুদান ছিল ২২ কোটি ২২ লাখ ২০ হাজার মার্কিন ডলার।

চলতি অর্থবছরের ছয় মাসে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধ করেছে মোট ৫২ কোটি ২৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে আসলের পরিমাণ ছিল ৪২ কোটি ৯১ লাখ ৫০ হাজার ডলার এবং সুদ ছিল ৯ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার।

গত অর্থবছরের একই সময়ে উন্নয়ণ সহযোগীদের ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৬৩ কোটি ২৯ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে আসলের পরিমাণ ছিল ৫৩ কোটি ৮৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং সুদের পরিমাণ ছিল ৯ কোটি ৪৪ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

চলতি অর্থবছরের ছয় মাসে সবচেয়ে বেশি অর্থছাড় করেছে বিশ্বব্যাংক। এ দাতা সংস্থা ছাড় করেছে ঋণ ৩৭ কোটি ৮৪ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। আর অনুদান দিয়েছে ৭ কোটি ৬৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটি মোট ছাড় করেছে ৪৪ কোটি ৯৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। রাশিয়া ছাড় করেছে ১২ কোটি ৬৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। জাপান আন্তর্জতিক সহযোগীতা সংস্থা (জাইকা) ছাড় করেছে ২০ কোটি ৯১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। চীন ২ কোটি ২৭ লাখ ২০ হাজার এবং কোরিয়া ছাড় করেছে ২ কোটি ১৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার।