English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:১০

এসএমইতে ঋণ বিতরণে নতুন লক্ষ্যমাত্রা ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
এসএমইতে ঋণ বিতরণে নতুন লক্ষ্যমাত্রা ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে ২০১৬ সালে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৫ সালে সিএমএসএমই খাতে বাৎসরিক ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৪ হাজার ৫৮৬ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রার বিপরীতে ৭ লাখ ২৪ হাজার ৯০৩ জন উদ্যোক্তার মাঝে ১ লাখ ১৫ হাজার ৮৭০ কোটি টাকা বিতরণ করা হয়েছে। যা বাৎসরিক লক্ষ্যমাত্রার চাইতে ১০.৭৯ শতাংশ বেশী।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, গত বছর রাষ্ট্রায়াত্ত্ব ব্যাংকের ঋণ বিতরণের লক্ষ্যেমাত্রা ছিল ১২ হাজার ৫৩ কোটি টাকা। এর বিপরীতে ঋণ বিতরণ করা হয়েছে ১০ হাজার ৬১০ কোটি টাকা। বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে ১৬০০ কোটি টাকার ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা থাকলেও বিতরণ করতে পেরেছে ৭১৮ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৪৪.৯২ শতাংশ কম। বেসরকারী খাতের ব্যাংকগুলোর ৪৫ হাজার ৭৬০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৫১ হাজার ৮৯৫ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

এছাড়া নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান মোট ১১ হাজার ১ লাখ ১৫ হাজার ৮৭০ কোটি টাকার ঋণ বিতরণ করেছে।