English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:২৫

ইউসিবিএলের সঙ্গে সাকিব’স রেস্টুরেন্টের চুক্তি

নিজস্ব প্রতিবেদক
ইউসিবিএলের সঙ্গে সাকিব’স রেস্টুরেন্টের চুক্তি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) লিমিটেড এবং সাকিব’স ফাইন ডাইনিং রেস্টুরেন্টের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। ইউসিবির করপোরেট অফিসে গত মঙ্গলবার এ চুক্তি সম্পন্ন হয়।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, সাকিব’স ফাইন ডাইনিংয়ের স্বত্বাধিকারী। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ও সাকিব আল হাসান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির ফলে ইউসিবি ইমপেরিয়াল এবং ইউসিবি প্লাটিনাম ক্রেডিট কার্ড গ্রাহকগণ A’LA CARTE মেন্যুতে ১২% ছাড় এবং নির্ধারিত সময়ের জন্য বুফে লাঞ্চ ব্যবস্থায় ১টি ক্রয় করলে ১টি ফ্রি সুবিধা পাবেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন। আরও উপস্থিত ছিলেন ইভিপি ও ভারপ্রাপ্ত প্রধান রিটেইল ব্যাংকিং, ইউসিবি এম শফিকুর রহমান, এসভিপি ও হেড অব ব্র্যান্ড মার্কেটিং এ্যান্ড করপোরেট এ্যাফেয়ার্স, ইউসিবি জাভেদ ইকবালসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।