English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৩৪

এলপিজি রফতানির প্রস্তাব ইরানের

নিজস্ব প্রতিবেদক
এলপিজি রফতানির প্রস্তাব ইরানের

ইরান থেকে বাংলাদেশে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রফতানির প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সচিবালয়ে বুধবার দুপুরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্যমন্ত্রীর উপদেষ্টা মোহা. রেজা মওদোদী সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভেইয়েজি দেহনবী, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) সালাহ উদ্দিন আকবর, অতিরিক্তি সচিব (রপ্তানি) জহির উদ্দিন আহমেদসহ ইরানি বাণিজ্য প্রতিনিধিদল এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, এতে উভয় দেশ লাভবান হবে। ইরানে বাংলাদেশের বড় রপ্তানি বাজার রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্যের প্রচুর চাহিদা রয়েছে সেখানে। বাণিজ্য বৃদ্ধির জন্য উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। এ মুহূর্তে ইরানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য খুবই সামান্য।

তোফায়েল বলেন, এখন উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সময় এসেছে। বাংলাদেশ ও ইরানের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার মাধ্যমে ব্যবসার পরিধি বৃদ্ধি করা হবে। উভয় দেশে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে পণ্যের সঙ্গে পরিচয় ও গুণগত মান পরীক্ষা করার সুযোগ রয়েছে। আগামীতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বড় পরিসরে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে ইরান।