English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:০০

১০০ টাকার প্রাইজ বন্ডের লটারির ড্র প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
১০০ টাকার প্রাইজ বন্ডের লটারির ড্র প্রকাশ

১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের লটারির ৬২তম ড্র অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনিছুর রহমান।

প্রতিবারের মতো এবারও ৪৩টি সিরিজের প্রতিটিতে ৪৬টি পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে ছয় লাখ টাকা মূল্যমানের প্রথম পুরস্কারের লটারি নম্বর ০৮৩৯৮৫৭। তিন লাখ ২৫ হাজার টাকা মূল্যমানের দ্বিতীয় পুরস্কারের লটারি নম্বর ০৩৪৪১২২। ১ লাখ টাকা মূল্যমানের তৃতীয় পুরস্কারের সংখ্যা দুইটি। এর মধ্যে একটি লটারি নম্বর ০০০২৬৮৭ এবং অপরটির নম্বর ০২৭০৬৪২। ৫০ হাজার টাকার চতুর্থ পুরস্কারের সংখ্যা দুইটি। একটি লটারি নম্বর ০০১৯৩৬৭, অপরটির নম্বর ০৭৬৪২০৮।

এ ছাড়া ১০ হাজার টাকা মূল্যমানের পঞ্চম পুরস্কারের সংখ্যা ৪০টি। এগুলো হলো- ০৩০১৭০৫, ০৩১৪১১৪, ০৩২৬০২৬, ০৩৫৪৫৭৯, ০৩৭২৩৫৮, ০৩৫৪৫৭৯, ০৩৭২৩৫৮, ০৩৭৬৪৪৮, ০৩৮৭৭৫৩, ০৪১৮৯০৫, ০৪২৬৬৫৫, ০৪৩২৫৪০, ০৪৪১২০০, ০৪৫৭২৮৪, ০৪৬৫১০৯, ০৪৬৮৭১৬, ০৪৯৯৭২২, ০৫১৭১১২, ০৫১০৮৬২, ০৬১৬২৪৯, ০৬২৪৫০৪, ০৬৩৫৯৭৮, ০৭৩১৬৩০, ০৭৩৫৩৮৬, ০৭৪৯৩৩৬, ০৭৫৬৬৩৯, ০৭৬২৩৪৭, ০৮০৫১৫১, ০৮০৯০২২, ০৮৪০৯৮৯, ০৮৪৭৪৫৭, ০৮৭৩৮১১, ০৯২৩৮২৯ ও ০৯৫৫৮৮১।