English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৫:২৫

মেলায় সেরা ভ্যাটদাতা ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক
মেলায় সেরা ভ্যাটদাতা ওয়ালটন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় শ্রেষ্ঠ ভ্যাটদাতা এবং সেরা প্রিমিয়ার প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে ওয়ালটন। ২১ তম মেলার আয়োজক রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয় রোববার সমাপনী দিনে ওয়ালটনকে পুরস্কৃত করে। পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠানসমূহকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে এবার মেলাতে দুইটি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার জিতে নিয়েছে ওয়ালটন।

রোববার বিকেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হাত থেকে শ্রেষ্ঠ প্যাভিলিয়নের পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক (পিআর এ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবীর। অন্যদিকে প্রধান অতিথির হাত থেকে শ্রেষ্ঠ করদাতার পুরস্কার গ্রহণ করেন ওয়ালটনের নির্বাহী পরিচালক (বিপণন) মো. এমদাদুল হক সরকার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, ইপিবির ভাইস চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা প্রমুখ।