English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:০৪

কেন্দ্রীয় ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের মেয়াদ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় ব্যাংকের তিন ডেপুটি গভর্নরের মেয়াদ বাড়ছে

কেন্দ্রীয় ব্যাংকে মেয়াদ শেষ হয়ে যাওয়া তিন ডেপুটি গভর্নরের চুক্তির মেয়াদ বাড়ছে। সোমবার সচিবালয়ে ভুটানের স্পিকার জিগমে ঝাংপো'র নেতৃত্বে এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই আভাস দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরের মধ্যে তিনজনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ২১ জানুয়ারি শেষ হয়েছে। এ তিন ডেপুটি গভর্নর হলেন- এস কে সুর চৌধুরী, আবু হেনা মো. রাজী হাসান ও নাজনীন সুলতানা। চুক্তি শেষ হবার ফলে এরা কেউ আর এখন অফিস করছেন না।

‘বাংলাদেশ ব্যাংক তো ডেপুটি গভর্নর (ডিজি) শূন্য। ডিজি নেই। কী করবেন?’ -সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, ওটা নিয়োগ দেওয়া হবে। এটা সে রকম কিছু নয়।’ ‘নতুন ডিজি নিয়োগ দেওয়া হবে কি না’– জানতে চাইলে তিনি বলেন, ‘দেখা যাক। জনপ্রশাসনের সঙ্গে কথা বলতে হবে। আমার সমস্যা হচ্ছে, পুরোনো ডিজিদের এখন এক্সটেনশন না দিলে … সার্চ প্রসেসে তিন মাস সময় লাগে।’ ‘নতুন যোগ্য লোক কি নেই’– এ কথার জবাবে মুহিত বলেন, ‘আছে, আছে। কিন্তু প্রসেসটা লম্বা।’

‘বাংলাদেশ ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগের সংখ্যা বেড়ে যাচ্ছে’ সাংবাদিকদের এ কথার জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘গভর্নর, ডেপুটি গভর্নর সব সময়েই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়ে থাকে। আর চুক্তিভিত্তিক হওয়া ভালো।’

ভুটানের স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভুটানের সঙ্গে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক রয়েছে। ভুটান সব সময়েই বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। বাংলাদেশ সফরে এসে আলাপ-আলোচনায় তারা খুশি।’