English Version
আপডেট : ৩১ জানুয়ারি, ২০১৬ ১৮:১১

পোশাকশিল্প মালিকদের ট্যাক্স কমানোর আশ্বাস: মুহিত

নিজস্ব প্রতিবেদক
পোশাকশিল্প মালিকদের ট্যাক্স কমানোর আশ্বাস: মুহিত

রফতানিমুখী তৈরি পোশাকশিল্প মালিকদের করপোরেট ট্যাক্স কমানোর দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সচিবালয়ে বস্ত্র খাতের তিন সংগঠনের (বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে অর্থমন্ত্রী এ আশ্বাস দেন। 

বর্তমানে তৈরি পোশাক শিল্প মালিকদের করপোরেট ট্যাক্স ৩৫ শতাংশ নির্ধারিত রয়েছে। এর আগে এই হার ছিল ১০ শতাংশ।

বৈঠকে করপোরেট ট্যাক্স ১০ শতাংশ পুনর্নির্ধারণের পাশাপাশি নগদ সহায়তা প্রদানে অডিট শিথিল করা, থার্ড পার্টি কর্তৃক অডিট প্রথা বাতিল ও নগদ সহায়তা প্রদানে হয়রানি বন্ধেরও দাবি জানান তিন সংগঠনের নেতারা।

বৈঠকে তিন সংগঠনের শীর্ষ নেতারা ছাড়াও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুব আহমেদ উপস্থিত ছিলেন।

 বৈঠকের শুরুতেই বিজিএমইএ নেতারা বলেন, ‘আমরা বর্তমানে সবচেয়ে দুরবস্থার মধ্যে কাটাচ্ছি।’ এ প্রেক্ষিতে আগের ১০ শতাংশ হারে করপোরেট ট্যাক্স প্রদান দাবী জানান। পাশাপাশি গত অর্থবছর (২০১৪-১৫) থেকেই ১০ শতাংশ হারে করপোরেট ট্যাক্স প্রদান কার্যকর করার বিশেষ দাবিও করেন নেতারা।

বিজিএমইএ নেতাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অর্থমন্ত্রীর উদ্দেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘২০১৪ সালে অবরোধ-হরতালে পোশাকশিল্পের যথেষ্ট ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অন্য সব দেশের পণ্যের দাম বাড়লেও বাংলাদেশের পণ্যের দাম এক সেন্টও বাড়েনি। অন্যদিকে ইউরোর দর পতনের কারণেও পোশাকশিল্প মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘করপোরেট ট্যাক্স কমানোর বিষয়টি মস্ত বড় জটিল সমস্যা। আগের অর্থবছরের (২০১৪-১৫) ৯৪ শতাংশ এবং চলতি বছরের (২০১৫-১৬) ৬৪ শতাংশ আয়কর হিসাব ইতোমধ্যে জমা পড়েছে। এ অবস্থায় গত বছরেরটা কিছু করা সম্ভব নয় বলে জানান তিনি। তবে আমি চেয়েছিলাম, এ বছর কিছুটা কনসেশন করব, কিন্তু সেটাও পারব না। আগামী ১ জুলাই (২০১৬) থেকে কিছুটা কমানো যেতে পারে।’ ‘তবে আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে’ বলে জানান তিনি।

অর্থমন্ত্রীর এ বক্তব্যের জবাবে বিজিএমইএ নেতারা বলেন, ‘এ বছর এটা কমানো যাবে না- বিষয়টি এমন নয়। আয়কর রিটার্ন যারা সাবমিট করেছেন, তাদেরটা এখনো এ্যাসেসমেন্ট করা হয়নি। সুতরাং যে রেটে আপনি বলে দেবেন সেই রেটেই এ্যাসেসমেন্ট করা হবে। আর যাদেরটা এ্যাসেসমেন্ট করা হয়ে গেছে তাদেরটা আগামী বছর এডজাস্ট করে নিলেই হবে। কাউকে তো আর রিফান্ড দিতে হচ্ছে না।’ ‘চলতি বাজেটে করপোরেট ট্যাক্সের বিষয়ে সংশোধনী আনার জন্য ২৯ ফ্রেব্রুয়ারি পর্যন্ত সময় আছে’ বলেও জানান তারা।