English Version
আপডেট : ৩০ জানুয়ারি, ২০১৬ ১৬:০০

সুদ না দিয়ে টাকা কাটবে জাপানের কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক
সুদ না দিয়ে টাকা কাটবে জাপানের কেন্দ্রীয় ব্যাংক

জ্বালানি তেলের অব্যাহত দরপতনের কারণে বিশ্ব অর্থনীতির অস্থিরতার মধ্যে বিস্ময়কর এক পদক্ষেপ গ্রহণ করে সুদের হার ঋণাত্মক করেছে ব্যাংক অফ জাপান। এই পদক্ষেপের ফলে এখন জাপানের কেন্দ্রীয় ব্যাংকে জমা অর্থের জন্য সুদ তো পাওয়া যাবেই না, উল্টো অর্থ কাটা হবে।

ব্যাংক অফ জাপান শুক্রবার সুদের হার কমিয়ে মাইনাস দশমিক ১ (-.১%) করার ঘোষণা দেয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।এতে বলা হয়েছে, সুদের এই হার ব্যক্তি শ্রেণির গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তা প্রযোজ্য হবে শুধু বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে। সুদের হার ঋণাত্মক পর্যায়ে নেওয়ার নজির ইউরোপে আগে দেখা গেলেও বিশ্বের ‍তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে এবারই প্রথম ঘটল। 

অর্থনীতির গতি এক জায়গায় আটকে থাকার মধ্যে ব্যাংকগুলোকে টাকা না জমিয়ে বিনিয়োগে বাধ্য করার লক্ষ্যে জাপান এই পদক্ষেপ নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।বিশ্ব অর্থনীতির মন্দার প্রভাব এড়াতে শিনজো আবে নেতৃত্বাধীন জাপানের বর্তমান সরকার গত কয়েক বছর ধরেই সাহসী পদক্ষেপ নিয়ে আসছে।

বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ এবং ভোক্তাদের ব্যয় বাড়াতে জাপান সরকার মোটামুটি উঠেপড়ে লেগেছে। তবে ব্যাংক অফ জাপান এক বিবৃতিতে বলেছে, ঋণের হার  ঋণাত্মক পর্যায়ে নেওয়ার সিদ্ধান্তটি জাপানের অভ্যন্তরীণ অর্থনীতির কারণে নয়, বরং বিশ্ব অর্থনীতির চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে।জাপানের অর্থনীতি ধীরে ধীরে উঠে আসছে (মন্দা থেকে)। কিন্তু সম্প্রতি জ্বালানি তেলের অব্যাহত দরপতনে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা চলছে। 

প্রয়োজন হলে সুদের হার আরও কমানো হবে বলেও ব্যাংক অফ জাপান জানিয়েছে।