English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ২০:৫৩

ভ্যাট আদায়ে র‌্যাবের অংশগ্রহন প্রত্যাখ্যান অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
ভ্যাট আদায়ে র‌্যাবের অংশগ্রহন প্রত্যাখ্যান  অর্থমন্ত্রীর

ভ্যাট আদায় অভিযানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অংশ নেওয়ার প্রস্তাবে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাই র‌্যাবের এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

একই সঙ্গে র‌্যাবের প্রস্তাব বিবেচনায় না নেওয়ার পাশাপাশি এর বিরুদ্ধে প্রকাশ্যে ঘোষণা দিতে এনবিআরকে নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী।

ভ্যাট আদায়ে এনবিআরের সঙ্গে কাজ করার বিষয়ে র‌্যাবের আগ্রহ নিয়ে একটি সংবাদ প্রকাশ হলে তা অর্থমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। এরই পরিপ্রেক্ষিতে তিনি অর্থসচিব ও এনবিআর চেয়রম্যানকে এ প্রসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।  এদিকে ব্যবসায়ীরা সেনিমার করে আনুষ্ঠানিক ভাবে র‌্যাবের এ উদ্যোগের বিরোধিতা করেছেন। তারা বলেছেন, এমন ধারা বাস্তবায়ন হলে তা দেশের ব্যবসা ও বিনিয়োগের উপর বিররূপ প্রতিক্রিয়া ফেলবে।

সম্প্রতি র‌্যাব ভ্যাট আদায়ে এনবিআরের  পক্ষে অভিযান চালানোর আগ্রহ প্রকাশ করে এনবিআরকে চিঠি লেখে। চিঠির কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও দেওয়া হয়। ওই চিঠিতে র‌্যাব প্রচলিত ভ্রাম্যমাণ আদালত আইন সংশোধনের প্রস্তাব দেয়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোন সাড়া দেওয়া হয়নি বলে এনবিআর সূত্রে জানা যায়।

এ প্রসঙ্গে এনবিআরের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভ্যাট ফাঁকির ঘটনা ধরা পড়লে বিদ্যমান আইনেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।  ভ্যাট ফাঁকি দেওয়ার প্রবনতা বন্ধ করতে কোন সমস্যা দেখা দিলে সে ক্ষেত্রে  প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া হবে।

একই প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ভ্যাট আদায়ে র‌্যাবের অংশগ্রহন এ প্রস্তাব একেবারেই অযৌক্তিক। ব্যবসায়ীদের মধ্যে এ ধরনের উদ্যোগ নতুন আতঙ্ক সৃষ্টি করবে। ব্যবসায়ীরা ভ্যাট দিতে চায়, হয়রানি চায় না। দেশের অর্থনীতির স্বার্থে এ রকম কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় বলে জানান তিনি।