English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৯:৫০

একীভূত হলো রবি-এয়ারটেল

নিজস্ব প্রতিবেদক
একীভূত হলো রবি-এয়ারটেল

মোবাইল অপারেটর রবি ও এয়ারটেল ব্যবসায়িক কার্যক্রম একীভূত করতে আনুষ্ঠানিক চুক্তি সই করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মোবাইল অপারেটর রবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রবি-এয়ারটেলের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান আজিয়াটা গ্রুপ বারহাদ (আজিয়াটা) ও ভারতী এয়ারটেল লিমিটেডের (ভারতী) মধ্যে বৃহস্পতিবার এই চুক্তি হয়েছে। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুই কোম্পানির তরফ থেকে বাংলাদেশে ব্যবসায়িক কার্যক্রম একীভূত করার সম্ভাবনার বিষয়ে একান্ত আলোচনা শুরুর ঘোষণা দেওয়ার পর এই চুক্তি হলো।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'একীভূতকরণের পর, দুই কোম্পানির একীভূত সত্তা রবি নামেই ব্যবসা পরিচালনা করবে এবং একীভূত সত্তার গ্রাহক সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ কোটিতে। আর আজিয়াটা একীভূত সত্তার ৬৮ দশমিক ৩ শতাংশ নিয়ন্ত্রণ করবে। অন্যদিকে ভারতী ২৫ শতাংশ এবং বাকি ৬ দশমিক ৭ শতাংশ অপর শেয়ারহোল্ডার জাপানের এনটিটি ডকোমোর কাছে থাকবে।'
 
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, 'এই চুক্তির কার্যকারিতা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ- বিটিআরসি, সরকার এবং মহামান্য আদালতের অনুমোদন পাওয়ার ওপর নির্ভরশীল। এই প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।'