English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১৮:১৪

৭০ টি দেশে ওষুধ রফতানি করছে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
৭০ টি দেশে ওষুধ রফতানি করছে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে ওষুধ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ভারতসহ ৭০টি দেশে আমরা ওষুধ রফতানি করছি।’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী ওষুধ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।  

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। কিন্তু অর্থনৈতিক মুক্তি দিয়ে যেতে পারেননি। এখন তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে।’

তোফায়েল বলেন, ‘সপ্তম-পঞ্চম বার্ষিক পরিকল্পনায় ওষুধ খাত নিয়ে দুটি পরিকল্পনা রয়েছে। এর একটি হলো পণ্য বহুমুখী করা। আর অন্যটি হলো ওষুধের বাজার বহুমুখী করা।’

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে চলছে তিন দিনব্যাপী ওষুধ মেলা। ‘অষ্টম এশিয়া ফার্মা এক্সপো-২০১৬’ শীর্ষক এ মেলা চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। 

জিপিই প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় বাংলাদেশ ‘ঔষধ শিল্প সমিতি’ আয়োজিত তিন দিনের এ মেলায় আমেরিকা, জাপান, তাইওয়ান, ভারত, চায়না, কোরিয়া, থাইল্যান্ডসহ ৮০টির অধিক দেশের ৪০০টি কোম্পানি অংশগ্রহণ করছে। মেলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এখন বাংলাদেশে বিশ্বমানের ওষুধ উৎপাদিত হচ্ছে। দেশের মোট অভ্যন্তরীণ চাহিদার ৯৮ শতাংশ দেশে উৎপাদিত ওষুধ দিয়ে পূরণ করা সম্ভব হচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ওষুধ প্রশাসক অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান প্রমুখ।