English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৬ ১২:৫২

জরিমানার রিভিউ করতে পারবে ফারমার্স ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
জরিমানার রিভিউ করতে পারবে ফারমার্স ব্যাংক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের মালিকাধীন ফারমার্স ব্যাংকের অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ ব্যাংক যে জরিমানা করেছিল তার বিরুদ্ধে রিভিউ করার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে ব্যাংক কম্পানি ১০৯ (১২) ধারা অনুযায়ী তাদের এ সুযোগ দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।  

গত ৩ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক ফারমার্স ব্যাংককে ১০ লাখ টাকা জরিমানা করে। ফারমার্স ব্যংকের হেড অব ব্যাংকিং অপারেশন প্রকাশ চন্দ্র মদক হাইকোর্টে জরিমানা আদেশ চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই জরিমানার আদেশ চার মাসের জন্য স্থগিত করেন।  

হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করে বাংলাদেশ ব্যাংক। আবেদনের পক্ষে ব্যরিস্টার আজমল হোসাইন চৌধুরী এবং ফারমার্স ব্যাংকের পক্ষে ব্যরিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট বাছেদ মজুমদার, অ্যাডভোকেট কামালুল আলম শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্টের আদেশ বাতিল করে ওই জরিমানার আদেশের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ দেন।