English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৬:৪১

শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিশ্বের ৩২৭টি বাণিজ্যিক ট্রেড নেটওয়ার্কে সংযুক্ত থাকবে। একই ছাদের নিচে ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদনের জন্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জুড়ি নেই।

দেশের একমাত্র বিশ্বমানের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শনিবার, ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী ফিতা কেটে এই শুভযাত্রা ঘোষনা দিবেন।

 জানা যায়, বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে এটি নির্মাণ করেছে চিটাগাং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ। ২৪ তলাবিশিষ্ট ভবনটি নির্মাণে খরচ হয় প্রায় ২০০ কোটি টাকা। চিটাগাং চেম্বারে নিজস্ব অথ্যায়নে এটি নির্মিত হয়েছে। এই সেন্টারে থাকছে ৫ কোটি টাকায় নির্মিত বাংলাদেশের রপ্তানিপণ্যের বিশালাকারের প্রদর্শনী কেন্দ্র। দেশের ১৩৮টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রদর্শনী থাকবে এই কেন্দ্রে।

এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উচ্চতা প্রায় ৯১ মিটার বা ২৯৮ ফুট। যেটি দেশের একমাত্র বাণিজ্যিক কেন্দ্র। বর্তমানে এটি চট্টগ্রামের সর্বোচ্চ ভবনও। তিনটি বেসমেন্ট ও ২৪তলা বিশিষ্ট ভবন। নিচতলায় ব্যাংক ও অস্থায়ী এক্সিবিশন হল। দ্বিতীয় তলায় ব্যাংক, শপিংমল ও ফুডকোর্ট এবং তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম তলায় অফিসপাড়া, চতুর্থ তলায় স্থায়ী ও অস্থায়ী এক্সিবিশন হল, পঞ্চম তলায় আইটি জোন, ইন্টারন্যাশনাল ট্রেড ইনস্টিটিউট, সভাকক্ষ ও মিডিয়া সেন্টার, অষ্টম তলায় হেলথক্লাব, ব্যাংকুইট হল ও স্নোকার রুম, নবম তলায় টেনিস কোর্ট, সুইমিংপুল ও কনফারেন্স রুম এবং ১০ থেকে ২০তলা পর্যন্ত থাকছে পাঁচ তারকা হোটেল আর ২৪তলায় হেলিপ্যাড সুবিধা। পাঁচ তারকা হোটেল হিসেবে বিশ্ববিখ্যাত চেইন হোটেল গ্রান্ড হায়াতের সঙ্গে চুক্তির অপেক্ষায় রয়েছে চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষ।

আরও জানা যায়, ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধনের পাশাপাশি ওইদিন চট্টগ্রাম চেম্বারের শত বর্ষপূর্তি উৎসবেরও উদ্বোধন করবেন। তবে দশ বছর আগে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামের ব্যবসায়িদের অনুরোধে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণের জন্য ৭৫ কাঠা জমি এক টাকায় (প্রতীকি মূল্যে) চিটাগাং চেম্বারের কাছে হস্তান্তর করেছিলেন।

চেম্বার নেতাদের মতে, দেশে প্রথমবারের মতো কোনো ব্যবসায়ী সংগঠন শত বর্ষপূর্তি উদযাপন করছে। তাই শুধু চট্টগ্রাম নয়, বিশ্ববাসীর কাছে এই দুই অর্জন স্মরণীয় করে রাখতে পাঁচদিনের জমকালো অনুষ্ঠানের আয়োজন করছে চট্টগ্রাম চেম্বার। বুধবার সকালে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দ পাঁচদিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন।

চট্টগ্রম চেম্বারের সাবেক সভাপতি ও শতবর্ষ উদযাপন কমিটির চেয়ারম্যান এম এ লতিফ এমপি বলেন, ‘চেম্বারের শতবর্ষ উদযাপন এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শুভযাত্রা স্মরণীয় করে রাখতে পাঁচ দিনব্যাপী জমকালো ও ব্যতিক্রমী কর্মসূচি চূড়ান্ত করা হচ্ছে। বিশ্বের স্বনামধন্য চেম্বার ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করে অনুষ্ঠানসূচি সাজানো হচ্ছে।‘