English Version
আপডেট : ২৭ জানুয়ারি, ২০১৬ ১৫:৪৫

তেলের দাম সমন্বয় না হওয়ায় পিছিয়ে পড়ছি: মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
তেলের দাম সমন্বয় না হওয়ায় পিছিয়ে পড়ছি: মহিউদ্দিন

এফবিসিসিআইয়ের সহ-সভাপতি শফিউল আলম মহিউদ্দিন বলেন, দেশে এখনো তেলের দাম সমন্বয় করা হয়নি। তাই আমরা বিশ্ব প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি।

বুধবার রাজধানীর মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই আয়োজিত এক কর্মপরিকল্পনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১১০ ডলার থেকে কমে ৩০ ডলারে নেমে এসেছে। এতে অন্যান্য দেশে উৎপাদন খরচ কমে আসছে। আর আমাদের এখানে এখনো তেলের দাম সমন্বয় করা হয়নি। তাই আমরা বিশ্বে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি।’
 
তিনি বলেন, ‘বর্তমানে গ্যাসের অভাবে বিনিয়োগে স্থবিরতা রয়েছে। আমাদের এখানে সুদের হার অনেক বেশি। মনে হয়, এটা বিশ্বে সুদ হার বেশি দেশগুলোর মধ্যে শীর্ষে। তেলের দাম কমে যাওয়ায় বিদেশি বিনিয়োগ কমে যাবে। এখন ঝুঁকি এড়াতে এসএমই খাতের উন্নয়ন করলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব।’

এসময়ে অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদসহ এফবিসিসিআইয়ের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।