English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ২১:০১

মেগা প্রজেক্ট বাস্তবায়নে ঋণ নেবার ইঙ্গিত অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
মেগা প্রজেক্ট বাস্তবায়নে ঋণ নেবার ইঙ্গিত অর্থমন্ত্রীর

দেশের মেগা প্রজেক্ট বাস্তবায়নে আগামীতে বৈদেশিক উৎস থেকে বাণিজ্যিক ঋণ গ্রহণের ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর নির্বাহী পরিচালক সুবীর গোকার্নের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন। বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি থেকে নমনীয় সুদে যে ঋণ গ্রহণ করা হয় এর সুদের হার প্রায় ১ শতাংশ। অন্যদিকে বাণিজ্যিক ঋণ নেওয়া হলে এর সুদের হার দাঁড়াবে প্রায় ৫ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে তো বাণিজ্যিক ঋণ নিতেই হবে। এছাড়া কোন উপায় নেই। তবে এমন কোন কিছু করা হবে না যাতে আমাদের ক্ষতি হয়। আমরা এমন কোন ঋণ নেব না যাতে ক্রাইসিস পিরিয়ড তৈরি হয়’ বলে যোগ করেন মুহিত।

তিনি আরও বলেন, ‘ দেশের বড় বড় প্রকল্পের জন্য এখন গ্লোবালি অনেক তহবিল আছে। তাই চিন্তার কিছু নেই। তবে আমাদের দেখতে হবে, আমরা কোথা থেকে টাকা-পয়সা নেবো। বিশ্বব্যাংক-এডিবি’র সুদের হার অনেক নমনীয়। প্রয়োজনীয় যে কোন পরিমাণ টাকা তারা দিলে আমরা তা নিতে প্রস্তুত।’

চীন থেকে ঋণ গ্রহণে সতর্কতা অবলম্বনে তার পরামর্শের বিষয়ে মুহিত বলেন, ‘হ্যাঁ, আমি সতর্ক করেছিলাম। কারণ তারা যে সুদে অর্থ যোগান দিতে চেয়েছিল -তা ছিল খুব বেশি। তাই আমি সতর্ক করেছি।’

‘আইএমএফ-এর সঙ্গে নতুন কোন প্রকল্পে অর্থায়ন নিয়ে কোন কথা হয়েছে কি না কিংবা তারা নতুন কোন প্রস্তাব দিয়েছে কি না’ জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘না তার সঙ্গে নতুন কোন প্রকল্পে অর্থায়ন নিয়ে কথা হয় নি। এ মুহূর্তে তাদের কাছ থেকে টাকার নেওয়ার প্রয়োজন নেই। আমাদের যখন প্রয়োজন হবে তখন তাদের ডাকবো।’

‘আইএমএফ-এর কাছ থেকে সরকার লোন নেয়া কমিয়ে দিচ্ছে কি না’ জানতে চাইলে তিনি বলেন, ‘না, সেটার কোন সুযোগ নেই। আমরা তাদের কাছ থেকে আরো অর্থ চাই। দিস ইজ দি বেস্ট মানি উই গেট।’