English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ২০:৩৭

ইউরোপে পোশাক অর্ডার বেড়েছে: বিজিএমই সভাপতি

নিজস্ব প্রতিবেদক
ইউরোপে পোশাক অর্ডার বেড়েছে:  বিজিএমই সভাপতি

পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর বিদেশে বাংলাদেশের পোশাক খাতের যে ইমেজ সংকট সৃষ্টি হয়েছিল তা এখন আর নেই। ইমেজ সংকট কেটে যাওয়ার কারণে ইউরোপে পোশাকের অর্ডার বেড়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজিএমই সভাপতি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে আমাদের পণ্যের দরপতন হওয়া সত্ত্বেও বিক্রি ১০ শতাংশ বেড়েছে। এ থেকে সহজেই বোঝা যায় ইউরোপে আমাদের দেশের তৈরি পোশাক বিক্রি বেড়েছে।

তিনি বলেন, প্রধান দুটি রফতানি বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে আমাদের পণ্যের দরপতন অব্যাহত রয়েছে। কারখানা ভবনের নিরাপত্তা সংস্কার ও মজুরিসহ অন্যান্য খাতে ব্যবসা পরিচালনার ব্যয় বেড়েছে। সিএপিএস বাস্তবায়নে প্রতিটি কারখানাকে গড়ে পাঁচ কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। যা ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলোর জন্য দুরূহ কাজ। এ পরিস্থিতিতে ক্রেতাদের কাছে আমাদের একান্ত অনুরোধ ‘দায়িত্বশীল ব্যবসা করুন’। এবং পণ্যের ‘সঠিক দাম’ দিন।

তিনি আরও বলেন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি ও শ্রম অধিকার উন্নতকরণ আমরা কারও চাপে পড়ে করছি না। আমরা নিজেদের তাগিদেই করছি। শ্রমকি ও উদ্যোক্তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, বিনিয়োগের সুরক্ষা, ৫০ বিলিয়ন ডলার রফতানি লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখেই আমরা কাজগুলো করছি  বলেও জানান সিদ্দিকুর রহমান।

রানা প্লাজা দুর্ঘটনার পর জেনেভাতে ঘোষিত ‘কমপ্যাক্ট’ চুক্তির আলোকে তৈরি পোশাক খাতের নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকারের ক্ষেত্রে অর্জিত অগ্রগতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি (ফিন্যান্স) মো. নাসিম, বাংলাদেশ টেক্সটাইল মিলস এ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) সহ-সভাপতি মনসুর আহমেদ প্রমুখ।